২০২৪ সালে লোকসভা ভোট হল ‘ফাইনাল’। সেই ‘ফাইনাল’-র আগে ‘সেমিফাইনাল’-এ কে বাজিমাত করবে, তার আভাস মিলল কিছুটা। বুথফেরত সমীক্ষায় মিলল আভাস। আর চূড়ান্ত ফলাফল কবে বেরোবে? কীভাবে দেখবেন মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা, ছত্তিশগড় এবং মিজোরামের নির্বাচনের ফলাফল?
যেন ফুটবল ম্যাচ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার ফলাফল সামনে আসার পর ঠিক সেটাই মনে হবে। কারণ ‘হাফ টাইমে’ বিজেপির থেকে ২-১ ফলাফলে এগিয়ে আছে কংগ্রেস। মধ্যপ্রদেশের বিষয়টা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সেখানে আবার ‘ম্যাচ’-র মধ্যে দুই ‘উইং’-য়ে লড়াই চলছে। আর উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামে আঞ্চলিক শক্তির আধিপত্যের ছবি ধরা পড়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে, এখনও অর্ধেক ‘ম্যাচ’ অনেক বাকি আছে। এক্সিট পোল যে মিলে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। অতীতে একাধিকবার পুরোপুরি উলটেপালটে গিয়েছে বুথফেরত সমীক্ষার আভাস। তাছাড়া কয়েকটি রাজ্যে একেবারে ‘ক্লোজ ফাইট’-র আভাস দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে বাকি অর্ধেক ‘ম্যাচ’-এ পাশা পুরোপুরি পালটে যেতে পারে। তাই আগামী রবিবারই (৩ ডিসেম্বর) চূড়ান্ত ফলাফল বোঝা যাবে।